প্রশিক্ষণবিহীন মাদ্রাসা শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ
এমপিওভুক্ত মাদ্রাসার যে সকল শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের এমপিওভুক্ত মাদ্রাসাসমূহের অধ্যক্ষ, সুপারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাগণকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (দাখিল), বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (সিনিয়র), শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ, বিএমএড প্রশিক্ষণ, টিকিউআই মাধ্যমে প্রদান করা হয়। প্রশিক্ষণ, আউডিবি প্রশিক্ষণ কোর্সসহ অন্যান্য প্রশিক্ষণ চলমান আছে। উক্ত প্রশিক্ষণ কোর্সসমূহ সরাসরি ও অনলাইনের মাধ্যমে প্রদান করা হয়।
প্রশিক্ষণসমূহ মাদ্রাসার শিক্ষকগণের জ্ঞান, দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠান ও শিক্ষার গুনগত মানোন্নয়ন নিশ্চিত করে মানসম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করে। এ প্রেক্ষিতে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ এখনো কোন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেননি তাদের তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য গত ২৫ নভেম্বর নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু, দেখা যাচ্ছে যে, উল্লিখিত নির্দেশনা স্বত্বেও অনেক প্রতিষ্ঠান এখনো প্রশিক্ষণবিহীন শিক্ষকের তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেননি।’
নির্দেশনায় আরও বলা হয়, ‘এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত যে শিক্ষকগণ ইতোপূর্বে কোন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেননি তাদের তালিকা নির্ধারিত ছকে প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।’