তা’মীরুল মিল্লাতের বন্ধ ক্যাম্পাস খুলছে রবিবার
শিক্ষক-শিক্ষার্থী বিরোধ ও টানা অচলাবস্থার পর অবশেষে খুলছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বন্ধ ক্যাম্পাস। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী রবিবার থেকে আলিম, ফাজিল ও কামিল শ্রেণির পাঠদান পুনরায় শুরু হবে বলে জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৭ নভেম্বর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মোতাবেক মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী আগামী রবিবার থেকে সব শ্রেণির ক্লাস স্বাভাবিক নিয়মে চলবে ইনশাআল্লাহ।’
এদিকে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও দায়িত্বশীলদের পাঠদান কার্যক্রমের সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘মাদ্রাসার একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।’
জানা গেছে, গত ১৮ নভেম্বর শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে আন্দোলন শুরু করলে একপর্যায়ে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৩ জন শিক্ষককে বহিষ্কার করা হয়।
অন্যদিকে শিক্ষকরা পাল্টা অভিযোগ তুলে জানান, আন্দোলনের সময় শিক্ষার্থীদের হামলায় ৫ জন শিক্ষক আহত এবং আরও কয়েকজন লাঞ্ছিত হয়েছেন। তাদের দাবি ছিল, বহিষ্কৃত ৩ শিক্ষকের বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। বহিষ্কারাদেশ বাতিল না করায় শিক্ষকরা ১৯ নভেম্বর থেকে কর্মবিরতিতে যান। এর পর থেকেই আলিম থেকে কামিল শ্রেণির পাঠদান বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একাধিক সংবাদ প্রকাশ হলে তা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিগোচর হয়। পাশাপাশি মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি ইকবাল কবিরের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দেয়— মাদ্রাসার সব শ্রেণির পাঠদান পুনরায় সচল করতে।