২৯ অক্টোবর ২০২৫, ১৩:১৫

বিভিন্ন মাদ্রাসা থেকে জামেয়া কাসেমিয়ায় যাচ্ছে ২৩ শিক্ষার্থী, ছাড়পত্র পেল আরও ১১ জন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড  © টিডিসি সম্পাদিত

দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে আবেদনের পেক্ষিতে নরসিংদীর জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসায় ৭ম শ্রেণিতে ছাড়পত্রের মাধ্যমে ২৩ শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থীকে অনুমতি দেওয়া হয়।

বুধবার (২৯ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা বোর্ডের অধীনে আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণের সুপারিশের প্রেক্ষিতে জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসায় ছাড়পত্রের মাধ্যমে ভর্তির জন্য ২৩ জন শিক্ষার্থীকে অনুমতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে আরও ১১ শিক্ষার্থীকে ছাড়পত্রের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পত্র ইস্যুর তারিখ থেকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না হলে অনুমতিপত্র বাতিল বলে গণ্য হবে।

ছাড়পত্রের অনুমতি পাওয়া শিক্ষার্থীদের তালিক দেখুন এখানে