০১ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

‘দেশের নেতৃত্ব তানযীমুল উম্মাহ থেকে তৈরি হবে’

দাখিল-নবম শ্রেণির শিক্ষার্থীদের গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল  © টিডিসি

দেশের নেতৃত্ব তানযীমুল উম্মাহ মাদ্রাসা থেকে তৈরি হবে বলে মন্তব্য করেছেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) মাদরাসার দাখিল-নবম শ্রেণির শিক্ষার্থীদের গাইডলাইন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসার আরবির শিক্ষকরা আরবি পড়াতে চান না, কারণ কী

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস শাইখ আব্দুল কাইয়ূম বিন নূর।স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আবদুল্লাহ আল মামুন। ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী

প্রধান অতিথির বক্তব্যে হবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল বলেন, ‘তানযীমুল উম্মাহ-এর শিক্ষার্থীরা লিডার হিসেবে বের হবে। তারা দেশসহ বিশ্ব নেতৃত্ব দেবে। আমরা শুধু এখানে বইয়ের পড়া পড়াতে চাই না, এখান থেকে লিডার তৈরি করতে চাই। যারা সৎ এবং দক্ষতার সঙ্গে দেশ এবং জাতির সেবাই নিযুক্ত হবেন। এখান থেকে তৈরি হবে ওমরের উত্তরসূরীরা।