১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮

মাদ্রাসার ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

মাদ্রাসা শিক্ষা বোর্ড  © সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসার ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৬ সালে দাখিল পরীক্ষা দেবেন তাদের কেউ যদি রেজিস্ট্রেশন না করে থাকে তাদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।  

শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোন তথ্য এডিট/ডিলেট করার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এখানে বিজ্ঞপ্তি দেখুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তি