মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
আলিয়া মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন হতে বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন (eSIF পদ্ধতিতে) রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে।
যেসব শিক্ষার্থী কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন মাদ্রাসার অধ্যক্ষ/সুপার নিজ মাদ্রাসার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। বিড়ম্বনা এড়াতে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট/ডিলেট করার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি দেখুন এখানে