গণ-অভ্যুত্থানে মাদ্রাসার শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তথ্য পাঠানোর নির্দেশ
জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসা হতে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তথ্যাদি পাঠানোর অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে। সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের এসব তথ্য পাঠাতে হবে।
অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহ হতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ (গেজেট সংযুক্ত) ও আহত জুলাই যোদ্ধাদের তথ্যাদি ইমেইলে প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জুলাই আহত সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ
আগামী ২০ আগস্টের মধ্যে addmin.dme24@gmail.com -ইমেইলের মাধ্যমে এ তথ্য পাঠাতে হবে। শহীদ বা আহত শিক্ষার্থীর নাম, মোবাইল ফোন নম্বরসহ বাবার নাম, স্থায়ী ঠিকানা, মাদ্রাসার নাম, মোবাইল ফোন নম্বরসহ মাদ্রাসা প্রধানের নাম ও অন্যান্য তথ্য দিতে হবে।