১৯ জুন ২০২৫, ১৯:১৫

মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড  © টিডিসি সম্পাদিত

মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার (১৯ জুন) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষার্থী/অভিভাবককে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি ও যে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন পূর্বে সম্পন্ন করা হয়েছে তাদের রেজিস্ট্রেশন কার্ড মাদ্রাসার মাধ্যমে বর্ণিত নিয়মাবলী অনুসরণ পূর্বক অনলাইন হতে ডাউনলোড করা যাবে। 

অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সীল স্বাক্ষর সম্পন্ন করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিস্তারিত জানতে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ক্লিক করুন।