০৮ মার্চ ২০১৯, ২০:৫৩

ধানক্ষেত থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার, আটক ৩

  © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের উজলহাটি গ্রামে ধানক্ষেত থেকে হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী সোহানূর রহমান সোহানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্থানীয় হাবিবুর রহমান, শফিকুল ইসলাম ও বিল্লাল হোসেন নামে তিন যুবককে আটক করে। নিহত সোহান উজলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উজলহাটি গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে সোহানুর রহমান ময়মনসিংহ কাঁচারীঘাট হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। ২দিন আগে সোহান বাড়ীতে আসে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ীর কাছপ নতুন নির্মাণ হওয়া মসজিদের টাইলস নামানোর কাজ করে। খিচুড়ি রান্নার পর সোহানসহ আরো ৪ জনকে মসজিদে পাওয়া যায়নি বলে জানান এলাকাবাসী।

শুক্রবার সকালে মসজিদ থেকে ২শ গজ দূরে ধানক্ষেতে সোহানের লাশ পায় এলাকাবাসী। লাশের গাঁয়ে কাঁদা মাখানো ছিল। পুলিশের ধারনা অন্যত্র হত্যা করে মসজিদের কাছে ধানক্ষেতে লাশটি ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

তবে, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে।