২১ ডিসেম্বর ২০১৮, ১৪:২৯

২০১৯ সালে মাদ্রাসায় ছুটি ৭৭ দিন

  © লোগো

সরকারি ও বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল) মাদ্রাসাসমূহের ২০১৯ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ছুটির এ তালিকা প্রকাশ করেছে। এবার বিভিন্ন পর্বে ৭২ দিন এবং প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত পাঁচ দিনসহ মোট ৭৭ দিন ছুটি রেখেছে। এছাড়া শিক্ষাপঞ্জিতে ক্লাস-পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে।

আগামী বছরের ছুটির মধ্যে উল্লেখযোগ্য হল- শব-ই- মিরাজ ৪ এপ্রিল  (চাঁদ দেখার উপর নির্ভরশীল), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, শব-ই-বরাত ২১ এপ্রিল (চাঁদ দেখার উপর নির্ভরশীল), মে দিবস ১ মে। গ্রীষ্মকালীন অবকাশ, রমজান, বুদ্ধ পূর্ণিমা, জুমাতুল বিদা, লাইলাতুল- ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৪ মে থেকে ১৩ জুন পর্যন্ত ৩৬ দিন। 

আগামী বছর ঈদ-উল-আযহা, জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ আগস্ট থেকে ২২ আগস্ট ১২ দিন; শুভ জন্মাষ্টমী ২৩ আগস্ট, হিজরী নববর্ষ ১ সেপ্টেম্বর (চাঁদ দেখার উপর নির্ভরশীল), পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর, দুর্গাপূজা ৮ অক্টোবর, আখেরি চাহার সোম্বা ২৩ অক্টোবর (চাঁদ দেখার উপর নির্ভরশীল), পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ১০ নভেম্বর (চাঁদ দেখার উপর নির্ভরশীল), ফাতেহা-ই-ইয়াজ দাহম ৯ ডিসেম্বর (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

এছাড়া শীতকালীন অবকাশ, যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ১০ দিন। শুক্রবার সাপ্তাহিক ছুটি ছাড়া নতুন বছরে মোট ছুটি থাকবে ৭৭ দিন। 

জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যথা- ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসায় দিবসটি উদযাপন করতে হবে।

একাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। প্রথম কর্মদিবস অর্থাৎ ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস হিসেবে উদযাপিত হবে। ২০১৯ সালের ২৩ জুন থেকে ১০ জুলাই অর্ধ-বার্ষিক পরীক্ষা এবং ২০ জুলাই ফল প্রকাশ, দাখিল  নির্বাচনী পরীক্ষা ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং ফলাফল প্রকাশ ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর বার্ষিক পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর গ্রহণ করে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০১৯ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ছুটির এ তালিকা প্রকাশ করেছে। এবার বিভিন্ন পর্বে ৮২ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনসহ মোট ৮৫ দিন ছুটি রেখেছে।