মাদ্রাসা শিক্ষকদের নৌকা মার্কায় প্রচারণা করার আহ্বান
জাতীয় সংসদ নির্বাচনে মাদ্রাসা শিক্ষকদের নৌকা প্রতীকে প্রচারণা করার আহ্বান জানান মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সোমবার রাজশাহী শহরে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও শিক্ষার পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক সভায় তিনি এ আহ্বান জানান। সভায় নগরীর আলিয়া নেসাবের সকল স্তরের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
বাদশা বলেন, সমাজের মানুষ এখনও রাজনীতিবিদ বা অন্য পেশাজীবী মানুষের চেয়ে শিক্ষকদের কথা বিশ্বাস করেন বেশি। শিক্ষকরা যার পক্ষে মুখ খুলবেন তার বিজয় অনেকটাই সহজ হবে। তাই শিক্ষকদের কাছে অনুরোধ, কোনো ভয়-ভীতিতে নয়; যিনি যোগ্য, উন্নয়নে ভূমিকা রাখবেন তার পক্ষেই থাকবেন। তাহলে আমাদের রাজশাহী এগিয়ে যাবে।
দারুস সালাম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মদীনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোকাদ্দেসুল ইসলাম ও দারুস সালাম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সারওয়ার কামাল।