২৫ মে ২০২৪, ০৯:১২

মাদ্রাসা থেকে নিখোঁজ আপনের খোঁজ মেলেনি ৯ দিনেও

নিখোঁজ মাদ্রাসাছাত্র আপন  © সংগৃহীত

লালমনিরহাট থেকে নয় দিন আগে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আলাউদ্দিন সরকার আপনের (১২) এখনো খোঁজ মেলেনি। তার সন্ধান মেলাতে দেশের সব থানায় বার্তা পাঠিয়েছে পুলিশ

নিখোঁজ মাদ্রাসাছাত্র আপন লালমনিরহাট পৌরসভার বিএনপি কলোনির জরিপ উল্ল্যাহর ছেলে। সে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারি তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজরানা বিভাগের আবাসিক ছাত্র।

পুলিশ ও ছাত্রের পরিবার জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারি তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজরানা বিভাগে পড়াশোনা করতো আপন। মাদ্রাসার আবাসিক বিভাগে থাকতো সে। গত ১৬ মে দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আপন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার সন্ধান মেলাতে না পেরে পরিবারকে খবর দেয়। পরিবারও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি আমলে নিয়ে নিখোঁজ ছাত্র আপনের সন্ধান মেলাতে দেশের সব থানায় বার্তা পাঠায় পুলিশ। নিখোঁজের নয়দিন পেরিয়ে গেলেও সন্তানের সন্ধান না পেয়ে আপনের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

আপনের বাবা জরিপ উল্লাহ বলেন, নয়দিন ধরে ছেলেকে না পেয়ে আমরা পুরো পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছি। খবর প্রকাশ করে সন্তানের সন্ধান পেতে গণমাধ্যমে সহায়তা কামনা করি।

মাদরাসার সুপার ওসমান গণি বলেন, আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজার জন্য লোক লাগিয়েছি। আল্লাহ সহায় থাকলে তাকে খুব দ্রুত পেয়ে যাব ইনশাল্লাহ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মাদ্রাসা ছাত্র আপন নিখোঁজ হওয়ায় একটি জিডি পাওয়ার পর পরই দেশের সব থানায় এ বিষয়ে অবগত করা হয়েছে। এছাড়া একজন অফিসারকে স্পেশাল দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও শিশুটিকে উদ্ধারে তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।