২৫ এপ্রিল ২০২৪, ১৪:০৫

ইনডেক্সধারী সব শিক্ষক বদলির সুযোগ পাচ্ছেন

শ্রেণিকক্ষে শিক্ষক   © ফাইল ফটো

ইনডেক্সধারী মাদ্রাসার সব শিক্ষক বদলির সুযোগ পেতে যাচ্ছেন। যদিও স্কুল-কলেজের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্তরাই কেবলমাত্র বদলির সুযোগ পাবেন। তবে মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম রাখা হয়নি। বদলি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মশালায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কর্মশালা সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষকদের বদলি হবে মাদ্রাসা অধিদপ্তরের আওতায়। এজন্য পৃথকভাবে একটি সফটওয়্যার তৈরি করা হবে। একজন শিক্ষক ইনডেক্স পাওয়ার পর অন্তত দুই বছর তাকে চাকরি করতে হবে৷ দুই বছর হওয়ার পর তিনি বদলির আবেদন করতে পারবেন।

ওই সূত্র আরও জানায়, মাদ্রাসার শিক্ষকরা তিনভাবে বদলির সুযোগ পাবেন। সেচ্ছা বদলি, জনস্বার্থে বদলি এবং মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে বদলি। এর মধ্যে সেচ্চায় বদলির প্রক্রিয়া বছরের একটি নির্দিষ্ট সময় হবে। বাকি দুটি প্রক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় থাকবে না। সেচ্ছায় বদলি সমগ্র চাকরিজীবনে কেবল একবারই হওয়া যাবে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে বদলির কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান প্রধান ছাড়া সবাই বদলির সুযোগ পাবেন। মিউচুয়াল ট্রান্সফার বছরের যেকোনো সময় হওয়া যাবে। জনস্বার্থে বদলি অনেকটা শাস্তিমূলক বদলির ন্যায় হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষকদের বদলি সংক্রান্ত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নিয়ে প্রথম কর্মশালায় বেশ কিছু মতামত এসেছে। মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিছু বিষয় যুক্ত করতে বলেছেন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। 

তিনি আরও বলেন, মাদ্রাসার ইনডেক্সধারী সকল শিক্ষক বদলির সুযোগ পাবেন। আমরা এনটিআরসিএর সুপারিশের বিষয়টি বদলির ক্ষেত্রে বিবেচনা করবো না। সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন করতে হবে। শিগগিরই এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।