৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮

ইসলামী মূল্যবোধ থেকেই মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে সরকার

জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাসহ ইসলামী মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার ইসলামী শিক্ষার পুনর্গঠনে যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেছে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। ইসলামী মূল্যবোধ থেকেই আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসা শিক্ষাকে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

শনিবার পাবনার ঈশ্বরদী আমবাগান জামি’আ ছিদ্দীকিয়া (লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা) প্রাঙ্গণে কওমি শিক্ষা কারিকুলামে সর্বোচ্চ স্তরে দাওয়ায়ে হাদিসকে (তাকমীল) সরকারিভাবে মাস্টার্সের সমমান প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী নিজেকে শেখ হাসিনার সৈনিক উল্লেখ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মতো ঈশ্বরদীর উন্নয়ন অগ্রযাত্রা চলমান রয়েছে। তিনি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, প্রকৃত মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। সব অশান্তির সমাধান রয়েছে ইসলাম ধর্মে। আলেম-ওলামাদের সমাজে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি না করে কোরআন ও হাদিস অনুসরণপূর্বক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, অধ্যক্ষ আল্লামা, সামছুদ্দিন বুখারী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোস্তফা, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মুফতি আ. লতিফ, মুফতি মুজাহিদুল ইসলাম, মুফতি আ. মুমিন ও মাওলানা আ. হাই নাটোরী উপস্থিত ছিলেন। মানপত্র পাঠ করেন মাওলানা আ. হাই নাটোর।