২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালার গেজেট আসছে

সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮  চূড়ান্ত করেছে। এ শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। এতে রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা।

নীতিমালা অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদানের অনুমোদনের দুই বছর শেষে একাডেমিক স্বীকৃতির আবেদন করা যাবে। একাডেমিক স্বীকৃতি পাওয়ার তিন বছর পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা/অনুদানের আবেদন করা যাবে। পাঠদানের অনুমতি চার বছরের মধ্যে একাডেমিক স্বীকৃতি না পেলে পাঠদানের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

একাডেমিক স্বীকৃতি প্রতি পাচঁ বছর অন্তর নির্ধারিত ফি প্রদানসহ কিছু শর্ত পূরণ  সাপেক্ষে নবায়ন করা যাবে। কোন শর্তের ভঙ্গ হলে মাদ্রাসা শিক্ষা বোর্ড তদন্ত করে পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিল করতে পারবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা-২০১৮ তে এসব শর্ত রাখা হয়েছে। 

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রওনক মাহমুদ বলেন,  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালাটি প্রথমে আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তারা সর্বোচ্চ পর্যায়ের নীতিগত অনুমোদন করাতে বলেন। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম। তিনি সেটির অনুমোদন দিয়েছেন। এখন অর্থমন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়  মতামত দিলেই শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।