প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে ছুরিকাঘাত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমে রাজি না হওয়ায় স্বর্ণা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত ওই ছাত্রীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় সোমবার দুপুরে উজ্জ্বল মিয়া নামে এক বখাটের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে ছাত্রীর পরিবার।
আহত ছাত্রী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের পোগাইল গ্রামের সাজু সরকারের মেয়ে। সে পোগাইল দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
ছাত্রীর পরিবার জানায়, রোববার রাত ১০টার দিকে নিজের বিছানায় ছিল স্বর্ণা। এসময় ঘরের জানালা ভেঙে কেউ তাকে ছুরিকাঘাত করলে তার ডান হাত কেটে যায়। এসময় তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান। পরে আহত আবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাদের অভিযোগ, গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে উজ্জ্বল কিছুদিন ধরে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে আসছিলেন স্বর্ণাকে। একপর্যায়ে তিনি স্বর্ণাকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু স্বর্ণা তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল তাকে ছুরিকাঘাত করতে থাকতে পারেন। এছাড়া ঘটনার পর থেকে উজ্জ্বল ও তার পরিবারের লোকজন স্থানীয়দের মাধ্যমে এ বিষয়ে আপোষের জন্য চাপ দিচ্ছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।