২৯ আগস্ট ২০১৮, ১১:১৯

হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মাদ্রাসা শিক্ষককে হত্যা

  © ফাইল ফটো

ঘর থেকে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষক ক্বারী মো. আওলাদ হোসেনকে (৫৫) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার প্রতিবেশী ও চাচাতো ভাই তাইজুল শেখের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় তাইজুল শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার রাত ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার আজিমপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আওলাদ হোসেনকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় চাচাতো ভাই তাজুল। পরে রাত বেশি হলে আওলাদ হোসেনের স্ত্রী স্বামীর খোঁজে গিয়ে দেখে তাজুলের ঘর ফাঁকা। এ সময় তিনি তাজুলকে পুকুর থেকে উঠে আসতে দেখে চিৎকার করলে লোকজন জড়ো হয়ে আওলাদ হোসেনের মৃত্যদেহ পুকুরে পড়ে থাকতে দেখে এবং তাজুলকে আটকে রাখে।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং তাজুলকে আটক করে নিয়ে আসে।

জায়েদুল আলম আরো জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, শেখ আওলাদ হোসেন ধামারণ মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মানুষের রোগ বালাই নিরিসনে ঝাড়-ফুঁক দিতো। আর তাঁর চাচাতো ভাই শেখ তাজুল ইসলামও ফকিরি করতো। এতে তাদের মাঝে ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে আওলাদ হোসেনকে হত্যা করে তাজুল ইসলাম।

ময়না তদন্তের জন্য আওলাদ হোসেনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।