০১ আগস্ট ২০১৮, ২১:২৫
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক সফিউদ্দিন
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব সফিউদ্দিন আহমদ।
বুধবার রাতে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউদ্দিন আহমদকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
তাছাড়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়কে স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহ মকবুল মুর্শেদকে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সদস্য করা হয়েছে।