মাদ্রাসা শিক্ষকদের রাজশাহী বিভাগীয় সমাবেশ শনিবার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজশাহী বিভাগের শিক্ষকদের সমাবেশ আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বোয়ালিয়ার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজশাহী বিভাগের সকল মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের অংশগ্রহণে আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজশাহীতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা” শীর্ষক রাজশাহী বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ আয়োজন করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সমাবেশে রাজশাহী বিভাগের সকল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।