১৭ আগস্ট ২০২৩, ১২:৫৮

জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চাকরি হারালেন মাদ্রাসাশিক্ষক

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও জামায়াতে ইসলামী বাংলাদেশ  © ফাইল ছবি

জামায়াতে ইসলামি বাংলাদেশের রাজনীতির সাঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মাদ্রাসশিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া আবু ছালেহ মু. জোবায়ের চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার এবতেদায়ির গণিতের শিক্ষক।

বুধবার (১৭ আগস্ট) মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু ছালেহ মু. জোবায়ের চলতি বছর মার্চের ৩ তারিখ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অস্থায়ী ইবতেদায়ি শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন। অত্র প্রতিষ্ঠানের কোনো শিক্ষক-কর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেনা এমন নিয়ম রয়েছে। কিন্তু আবু ছালেহ তাঁর নিয়োগ পত্রের ৪ এবং ৬ নং শর্ত ভঙ্গ করেছেন। জামায়াতের রাজনীতির সাঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। যার কারণে তাঁকে শিক্ষপ্রতিষ্ঠান থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহম্মদ জসিম উদ্দীনের সাঙ্গে মোবাইলে যোগযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।