২২ জুন ২০২৩, ১৯:১৩

সরকারি আলিয়া মাদ্রাসার ৫ ছাত্র বহিষ্কার 

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া  © টিডিসি ফটো

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর পাঁচ শিক্ষার্থীকে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্ররা হলেন, ফাজিল পাস (প্রাইভেট) শ্রেণীর শিক্ষার্থী আজিজুল হক, কামিল হাদিস বিভাগের শিক্ষার্থী মোতাকিফ বিল্লাহ জুনায়েদ ও মোঃ হাসনাইন, কামিল তাফসীর বিভাগের শিক্ষার্থী মোঃ জাকারিয়া ও মোঃ রেজাউল করিম।

আরো পড়ুন: ফল ভালো না হওয়ায় নোবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ আবদুর রশীদ এবং আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহীম হলের সুপার (ভারপ্রাপ্ত) মোঃ কামাল স্বাক্ষরিত  ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চকবাজার মডেল থানার পুলিশফোর্স গত ১০ এপ্রিল (সোমবার) রাত ৩টায় অধ্যক্ষের  নেতৃত্বে এবং হল ও শৃঙ্খলা কমিটির উপস্থিতিতে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-এর আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইব্রাহীম হলে অভিযান পরিচালনা করে। সেই অভিযানে হলের কয়েকটি কক্ষে দেশীয় অবৈধ অস্ত্র, অবৈধ মালামাল, মাদক দ্রব্য ও কিছু অবৈধ অর্থ জব্দ করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে অধ্যক্ষের সভাপতিত্বে হল ও শৃঙ্খলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। যেখানে হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঘটনা পরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষা, ছাত্রদের নিরাপত্তা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এসব ঘটনার সাথে জড়িত ছাত্রদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেশনা মোতাবেক হল ও শৃঙ্খলা কমিটি, শিক্ষক পরিষদেরসহ সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হলো।