ঢাকা আলিয়ার নতুন অধ্যক্ষ এসএ কলেজের অধ্যাপক আবদুর রশীদ
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যাপক মুহাম্মদ আবদুর রশীদ। বৃহস্পতিবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১ মে তারিখে ৩৭,০০,০০০০,০৯০.১৯.০৭২.১৮.৫২ নম্বর স্মারকের আলোকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যাস্তকৃত বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া প্রেষণে পদায়ন করা হলো।
এর আগে তিনি সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অত্যন্ত সাফল্যের সঙ্গে শিক্ষা জীবন শেষ করেছেন আবদুর রশীদ। তিনি তার শিক্ষা জীবনে সব স্তরে প্রথম বিভাগ নিয়ে শেষ করেছেন। ছারছিনা দারুসসুন্নাত জামেয়া-এ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে সারা দেশে সকল বিভাগে ফার্স্ট স্ট্যান্ড করেন। দাখিল পরীক্ষার ধারাবাহিকতায় আলিম পরীক্ষাতেও ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে মাদ্রাসা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেন।
আরও পড়ুন: আলিয়া মাদ্রাসাকে 'ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়' করার দাবি
দাখিল ও আলিমের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট কলে থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. আর. এম. আলী হায়দার মুর্শিদীর পরামর্শে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি।
কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের সুযোগ থাকা সত্ত্বেও ব্যক্তিগত পছন্দের কারণে তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে (১৬ তম) যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিলো নরসিংদীর শিবপুরের সরকারি শহীদ আসাদ কলেজ। তবে তার ইচ্ছা ছিল সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকাতে যোগদান করা। তিনি ঢাকা আলিয়ার শিক্ষার্থীও ছিলেন।
নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নতি করেছেন।তিনি মাদ্রাসা শিক্ষাকে সমুন্নত রাখার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই লক্ষ্যপূরণে আমি কাজ করে যাব। আমি মাদ্রাসা শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখার জন্য সব চেষ্টায় করবো।