দাখিল পরীক্ষায় নকলে সহায়তা, জরিমানা গুণলেন মাদ্রাসা শিক্ষক

  © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে নকলে সহযোগিতা করায় দায়ে এ কে আজাদ নামে ভৈরবপাশা দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবি প্রথমপত্র পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে ওই শিক্ষককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

এসময় কেন্দ্রে পরিদর্শনকালে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরীক্ষা নিয়ন্ত্রণ সংশ্লিষ্টরা জানান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাদ্রাসা কেন্দ্রে নকল চলছিল। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তিনি শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। আর অসদুপায় অবলম্বনের দায়ে সরমহল দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। 

একই কেন্দ্রে দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন অসদুপায় অবলম্বন করায় তিনজনকে বহিষ্কার করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ