কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধান প্রশিক্ষকের ইন্তেকাল
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান প্রশিক্ষক এবং প্রবীণ আলেম মাওলানা শিব্বির আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৩ দিন আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সহধর্মিনী মারা যায়। শারীরিক অসুস্থতা নিয়ে মাওলানা শিব্বির আহমদ ঢাকা থেকে গিয়ে স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন। এরপর আবার ফিরে আসেন হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক।
জানা গেছে, মাওলানা শিব্বির আহমদ নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস ছিলেন। এদেশে শিক্ষক প্রশিক্ষণকে তরান্বিত করতে আল্লামা শিব্বির আহমদের ব্যাপক ভূমিকা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় নোয়াখালির চরমুটুয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।