মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার নির্দেশ

মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড  © ফাইল ফটো

২০২০ ও ২০২১ সালের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যয়ন পত্র দিতে মাদ্রারাসাগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তি ও অন্যান্য প্রয়োজনে প্রত্যয়ন পত্র দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ইবতেদায়ী ৫ম শ্রেণীতে ২০২০ ও ২০২১ সালে যে সকল শিক্ষার্থী অধ্যয়ন করেছে তাদের পরবর্তী শ্রেণীতে ভর্তি ও অন্যান্য প্রয়োজনে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।''

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ''অত্র বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) এ সংক্রান্ত একটি নমুনা প্রত্যয়ন পত্র প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নমুনা প্রত্যয়ন পত্রের আদলে প্রত্যয়ন পত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সরবরাহ করার অনুরোধ করা হলো।''


সর্বশেষ সংবাদ