জামেয়া কাসেমিয়ায় জিপিএ-৫ পেয়েছে ৯২ জন

জামেয়া কাসেমিয়ায় মাদ্রাসা
জামেয়া কাসেমিয়ায় মাদ্রাসা  © টিডিসি ফটো

নরসিংদীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা। এবারের দাখিল (এসএসসি) পরীক্ষায় এ মাদরাসার  ৯৩ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও ভালো রেজাল্ট করেছে এই  প্রতিষ্ঠানটি।

জামেয়া কাসেমিয়া মাদ্রাসায় পুরুষ ও মহিলা ২টি শাখা  রয়েছে। এ মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে ২৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২১৫ জন।

পুরুষ শাখায় মোট শিক্ষার্থী ১৪৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৭২ জন ও সাধারণ বিভাগ থেকে ৭১ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাশ করেছে ১৩৩ জন। পাশের হার ৯৩.০১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৫৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে ৩৬ জন ও সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী।
 
অপরদিকে, মহিলা শাখায় মোট শিক্ষার্থী ৯৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন ও সাধারণ বিভাগ থেকে ৬৫ জন পরীক্ষা দেয়। পাশ করেছে ৮২ জন। পাশের হার ৮৮.১৭ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে মোট ৩৬ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে ১৯ জন ও সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত এবারের দাখিল ও সমমান পরীক্ষা ১৯ জুন হওয়ার কথা ছিল। তবে সিলেট বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। স্হগিত পরীক্ষা ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে। ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী  ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। এই বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাশের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।


সর্বশেষ সংবাদ