২৫ নভেম্বর ২০২২, ১৮:৫৫

গণিতে প্রশিক্ষণ নিতে ৪৫ শিক্ষকের তালিকা প্রকাশ করলো অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বিএমটিটিআই) অনুষ্ঠিতব্য এবতেদায়ীস্তরের ৫১তম বিষয়ভিত্তিক গণিত আবাসিক প্রশিক্ষণ কোর্সে ৪৫ জন জুনিয়র শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে পাঁচজন শিক্ষককে অতিরিক্ত হিসেবে যুক্ত করা হয়েছে।

তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, ‘‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) কর্তৃক আয়োজিত ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১২ দিনের এবতেদায়ীস্তরের ৫১তম বিষয়ভিত্তিক গণিত আবাসিক প্রশিক্ষণ কোর্সে অতিরিক্ত ৫ জনসহ ৪৫ জন জুনিয়র শিক্ষকের তালিকা প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রোক্ত ৩ নং স্মারকের মাধ্যমে উল্লেখিত কোর্সের অনুমোদন রয়েছে।

এবতেদায়ীস্তরের ৫১তম বিষয়ভিত্তিক গণিত আবাসিক প্রশিক্ষণ কোর্সে ৪৫ জন জুনিয়র শিক্ষকের তালিকা সংযুক্ত করে নিম্নবর্ণিত বিষয় বাস্তবায়ন সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।’’

শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীগণের তালিকা আবশ্যিকভাবে MEMIS সফটওয়্যারের ডাটাবেইজে এন্ট্রি নিশ্চিত করতে হবে। ব্যত্যয় ঘটলে অধ্যক্ষ বিএমটিটিআই দায়ী থাকবেন। মনোনীত শিক্ষকগণের মধ্যে অনুপস্থিতির তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নং: 57.25.0000.006.09.০০১.২১.৩৫;তারিখ: ২০/০৫/২০২১খ্রি.-এ বর্ণিত ছকে কোর্স সমাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে Compliance Report প্রেরণ করতে হবে এবং একই সাথে পরবর্তী কোর্স শুরু হওয়ার পূর্বে MEMIS সফটওয়্যারের ডাটাবেইজে এন্ট্রির তথ্য প্রেরণ করতে হবে।’’

এছাড়া ‘‘প্রয়োজনে মোবাইলে/ব্যক্তিগতভাবে যোগযোগপূর্বক প্রেরিত তালিকা অনুযায়ী সকল প্রশিক্ষণার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। যুক্তিসংগত ও গ্রহণযোগ্য কারণ ব্যতীত মনোনীত শিক্ষকগণ প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে তা প্রতিষ্ঠান প্রধানের অসদাচরণ বলে গণ্য হবে।’’