১১টি বই লিখেছেন গাফ্ফার চৌধুরী, দেশে-বিদেশে পেয়েছেন ৯টি সম্মাননা
কিংবদন্তী সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী মারা গেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল গাফ্ফার চৌধুরী লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। যুক্তরাজ্যপ্রবাসী স্বনামধন্য এই সাংবাদিক স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন।
আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন: ছাত্রজীবনে আর্থিক অনটনে ছিলেন গাফ্ফার চৌধুরী, কর্মজীবন শুরু ৭০ টাকায়
প্রখ্যাত এ সাংবাদিক তার পুরো জীবনে ১০টি বই লিখেছেন। সম্পাদন করেছেন ১টি বই। এছাড়া তার বর্ণাঢ্য জীবনে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক মিলে মোট ৯টি সম্মাননা পেয়েছেন।
গাফ্ফার চৌধুরীর গ্রন্থতালিকা
* চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০)
* নাম না জানা ভোর (১৯৬২)
* নীল যমুনা (১৯৬৪)
* শেষ রজনীর চাঁদ (১৯৬৭)
* কৃষ্ণপক্ষ (১৯৫৯)
* সম্রাটের ছবি (১৯৫৯)
* সুন্দর হে সুন্দর (১৯৬০)
* ডানপিটে শওকত (১৯৫৩)
* সম্পাদনা: বাংলাদেশ কথা কয় (১৯৭২)
* পলাশী থেকে ধানমণ্ডি (২০০৭)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী
* আমরা বাংলাদেশী নাকি বাঙ্গালী
পুরস্কার ও সম্মাননা
* বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৭)
* একুশে পদক
* ইউনেস্কো পুরস্কার ( ১৯৬৩)
* বঙ্গবন্ধু পুরস্কার
* সংহতি আজীবন সম্মাননা পদক ২০০৮, লন্ডন
* স্বাধীনতা পদক ২০০৯
* মানিক মিয়া পদক ২০০৯
* যুক্তরাজ্যের ফ্রিডম অব বারা (টাওয়ার হ্যামলেটস) উপাধি
* সংহতি আয়োজিত প্রবাসীদের পক্ষ থেকে সংবধর্না, ঢাকা ২০০৯