২৯ নভেম্বর ২০২০, ২০:৩১

জাগ্রত হও তরুণ সমাজ

জুয়েল রানা  © টিডিসি ফটো

আমি বাধন হারা হতে চাইনি,
আমি কল্পনায় স্বপ্ন দেখতে চাইনি।
আমি চেয়েছি অগ্নিকান্ডের মত, বিজয়ের নিশান ওড়াতে।
আমি চেয়েছি সব বাধা পেরিয়ে, সামনের পথে এগিয়ে যেতে।
আমি চেয়েছি সমাজকে, ভালবাসার বাধনে আগলে রাখতে।

জেগে উঠো তরুণ সমাজ, তোমাদের ফুটন্ত ভালবাসা নিয়ে।
জেগে উঠো তরুণ সমাজ,
তোমাদের সত্যের বাণী নিয়ে।
জেগে উঠো তরুণ সমাজ,

জলন্ত অগ্নিকান্ডের মত।
জেগে উঠো তরুণ সমাজ,
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,জলন্ত ঘোষনার ধ্বনি প্রতিধ্বনি তোলে।
জেগে উঠো তরুণ সমাজ,
সত্যের পতাকা নিয়ে।

এখনি সময় সত্যের পথকে,
প্রসারিত করার।
হে তরুণ জেগে উঠো, জেগে উঠো,
তোমার ফুটন্ত ভালবাসা নিয়ে।
জেগে উঠো তোমার রঙ্গিন স্বপ্ন নিয়ে।