এশিয়াটিক থেকে প্রকাশ হচ্ছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’, মিলবে অর্ধেক দামে
রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সম্পাদনায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হতে যাচ্ছে ১০ খন্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানকোষের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের করবেন।
বাংলাদেশ সরকার ও এশিয়াটিক সোসাইটির যৌথ অর্থায়নে গত প্রায় ৬ বছর ধরে দেশব্যাপী মাঠ পর্যায়ের জরিপ ও অন্যান্য প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং যুদ্ধের শুরু থেকে বিজয় অর্জন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সামগ্রিক ঘটনাবলীর ছবি, মানচিত্রের ব্যবহারসহ প্রায় ৪ হাজার ভুক্তি আকারে এ জ্ঞানকোষে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে মুদ্রণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
১০ খন্ডের জ্ঞানকোষটির মূল্য ধরা হয়েছে ১২ হাজার টাকা। তবে আজ থেকে আগাম বিক্রয় শুরু হচ্ছে, যা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে বইটি অগ্রিম বুকিং দিলে মূল্য রাখা হবে মাত্র ৬ হাজার টাকা। অনলাইনে বিকাশের মাধ্যমে কিংবা এশিয়াটিক সোসাইটির কাউন্টারে সরাসরি টাকা জমা দিয়ে বুকিং দেয়া যাবে।
প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২১২৮০৮৬, www.liberationpedia.org লিংক।