১৭ নভেম্বর ২০১৯, ১২:৫৩

‘ইতিহাসের ভাসানী’

ভাসানী তোমায় চিনি না আমি এ বাঙালি সভ্য যুগে,

কোথায়, কী যেন দিয়াছ জন্ম কিভাবে, কখন, কবে?

জন্ম তোমার কোথায় হয়েছে

মৃত্যু বা কত সালে

তোমার হাতে কারা হলো নেতা তাতে কী বা যায় আসে।

কোন রাজনীতি, কোন সে নীতি

এসব নয় আর ইস্যু

কারা কত খাবে, পকেট ভরাবে,

তারাই ভ্রাহ্ম্য যীশু।

কারা আজ ঐ বেদীতে বসে

ফুকছে নেশার ধোয়া

তোমার অর্জন দিয়ে বিসর্জন

খায় কে বানিয়ে মোয়া।

এ জগতে হায়,সেইতো আগায়

প্রচার যাহার বেশি

প্রচার বিমুখ-তুমি সেই মুখ

চিনে না এ দেশবাসী।

দেশবন্ধু, সুভাস বসু

আরো কত কত নাম,

তোমারই হাতে হাত রেখে তারা

কত যে কুড়ালো দাম।

সেই দেশে তারা কত বড় নেতা

যুগের শ্রেষ্ঠ দাতা,

আর এই দেশে তুমি উইপোকা খাওয়া

খাতার ছিন্ন পাতা।

মজলুম নেতা, ভুখা মিছিল

ভাসান কৃষক হয়ে

কত জুলুমের প্রতিবাদ করে

কারাগারে গেলে রয়ে।

"আসসালামু আলাইকুম " তোমার সে বাণী

কেইবা রেখেছে মনে,

তোমার সে কথার সেই ইতিহাস

কবেই খেয়েছে ঘুণে।

শোষণ জুলুমে প্রতিবাদী হতে

পায় যে নেতারা লাজ,

দেশ-জাতি থেকেও বড় পরিচয়

তারা আজ দলবাজ।

পা চাটা সব কুকুরের দল

ইতিহাস বেচে খায়

তেল মেখে দেয়;যার তার পায়ে

লজ্জা লাগে না গায়।

গুনীর জন্ম হয়না সে দেশে

না পেলে গুনীর মান,

কাগজের পাতা,টিভি টকশো

মিলেনা কোথাও স্থান।

আজ এ দিবসে, নেই কারো বাণী

নেই কোন মতামত

কারো জাত যাবে,ক্ষমতা হারাবে

নাকে দিতে হবে খত।

শ্রদ্ধাঞ্জলি, মিটিং, টকশো

সুশীলেরা যত চুপ

কে কত পাবে, বড় পদে যাবে

টাকা ক্ষমতার লোভ।

রাতদিন জপি চেতনার বাণী

ইতিহাস খাই গিলে,

কে আছে কোথায়,কে রাখে খোঁজ

জাত যাবে নাম নিলে।

মহা মানবের হয়না মৃত্যু

প্রচার লাগেনা পাছে

তুমি রয়ে যাবে কালের বিবেকে

সত্যের ইতিহাসে।

 

কবি: নাট্যাভিনেতা ও কলামিস্ট।

e-mail: kabilsadi@gmail.com