১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৮

ইউপিএল-এনএসইউর আয়োজনে অনুবাদ প্রশিক্ষণ কর্মশালা

  © সংগৃহীত

অনুবাদ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে দি ইউনিভার্সিটি প্রেস (ইউপিএল) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ ও সম্পাদনা শীর্ষক ওই কর্মশালা চলবে ১১ অক্টোবর থেকে ৮ সপ্তাহব্যাপী। এনএসইউ’র ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

ইউপিএলের ফেসবুক পেজে এ বিষয়ে জানানো হয়েছে, পৃথিবীর অধিকাংশ গুরুত্বপূর্ণ গ্রন্থই এখনো বাংলায় অনূদিত হয়নি। বাংলা অনুবাদের সম্ভাবনা ক্রমবিকাশমান। পেশা হিসেবে কিংবা শখের বশে অনুবাদের সম্ভাবনা বিশাল, এর মর্যাদার দিকটিও আকর্ষণীয়।

জ্ঞান-বিজ্ঞান-সাহিত্য আমাদের মাতৃভাষা বাংলায় অনূদিত হয়ে আমাদের নতুনতর শিক্ষা ও গবেষণার সুযোগ করে দেয়। শিক্ষিত জনগোষ্ঠীর আকার বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বাংলায় অনুবাদ সাহিত্যের চাহিদাও। সাম্প্রতিক সময়ে সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রম, টেলিভিশন-দৈনিক পত্রিকাসহ গণযোগাযোগ মাধ্যম, সাহিত্য পাঠক এবং শিক্ষা ও গবেষণা প্রভৃতি ক্ষেত্রে অনুবাদের ব্যবহার ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনুবাদ কর্মের সম্মানজনক পরিসরে অনেক গুণী কর্মী আজ নিজেদের যুক্ত করছেন। এই চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পেতেই থাকবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়।

ক্রমবর্ধিষ্ণু এই চাহিদার সাথে সঙ্গতি রেখে অনুবাদ কর্মের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ এবং সম্পাদনা বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা যৌথভাবে আয়োজন করছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ।

কেন এই কর্মশালায় অংশগ্রহণ করবেন?

➤ স্বনামধন্য অনুবাদকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন।

➤ অনুবাদ ও ভাষা সম্পাদনা,প্রাঞ্জল গদ্য রচনার কৃৎকৌশল, সম্পাদনায় পেশাদার মান অর্জনের সরল কৌশল সম্পর্কে তত্ত্বগত ও হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

➤ অনুবাদের দর্শন, অনুবাদ বিষয়ক বিতর্ক এবং বিশ্ব ইতিহাসে অনুবাদ সাহিত্যের গুরুত্ব বিষয়ে ধারণা প্রদান করা হবে।

➤ অংশগ্রহণকারীরা ভাষা ব্যবহারে সচেতন এবং আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

➤ গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ অনুবাদ ও সম্পাদনার কাজে যুক্ত হবার সুযোগ লাভ করবেন।

➤ অনুবাদক হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রয়োজনীয় পেশাগত দিকনির্দেশনা দেয়া হবে।

➤ ইউপিএল এর বিভিন্ন অনুবাদ ও সম্পাদনা কাজে অগ্রাধিকার লাভ করবেন।

➤ প্রথমবারের কর্মশালা উপলক্ষে অংশগ্রহণকারীরা ন্যূনতম নিবন্ধন ফি’র বিনিময়ে এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

➤ সফল প্রশিক্ষণার্থীরা নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়-ইউপিএল কর্তৃক সনদ পাবেন।

কর্মশালায় অংশগ্রহণের নিয়মাবলী ও প্রয়োজনীয় তথ্য

➤ আসনসংখ্যা ৩০টি

➤ নিবন্ধন ফি ৪০০০ টাকা

➤ প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

➤ আবেদনপত্র সংগ্রহের ওয়েবসাইট- http://bit.ly/2jW0yuM

➤ আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা – info@uplbooks.com.bd

➤ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত ৯টি নমুনার মধ্যে থেকে নিজের পছন্দমত যে কোনো ৩টি নমুনা অনুবাদ করে ইমেইলে জমা দিতে হবে।

➤ আবেদনপত্রের সাথে নিজের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত যুক্ত করতে হবে।

➤ পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ফ্রিল্যান্স কর্মী সকলেই আবেদন করতে পারবেন।

➤ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯

➤ নির্বাচিত আবেদনকারীদের নাম ঘোষণা ৩০ সেপ্টেম্বর ২০১৯। নির্বাচিত আবেদনকারীদের ইমেইল ও ফোনকলের মাধ্যমে অবহিত করা হবে।

➤ নিবন্ধনের শেষ তারিখ ৬ অক্টোবর ২০১৯

➤ প্রশিক্ষণ শুরু ১১ অক্টোবর ২০১৯

➤ ৬ অক্টোবর ২০১৯ এর মধ্যে নিবন্ধন-ফি জমা দেয়ার মাধ্যমে আবেদনকারীরা তাদের নিবন্ধন নিশ্চিত করবেন। এই সময়সীমা শেষ হয়ে গেলে আর নিবন্ধনের সুযোগ থাকবেনা।

➤ আরও বিস্তারিত জানতে ইমেইলে, ফেসবুক পেইজের ইনবক্সে অথবা যোগাযোগের মোবাইল নম্বর- ০১৯৭৭৭৩৩৭৬৯।