০৫ অক্টোবর ২০২৫, ১৪:০৯

গুলতেকিনের পোস্ট, এবার প্রতিক্রিয়া জানালেন নুহাশ হুমায়ূন

গুলতেকিনের পোস্টকে ঘিরে নূহাশের প্রতিক্রিয়া   © সংগৃহীত

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে তার প্রথম স্ত্রী গুলতেকিন খানের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটি নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন তাদের ছেলে নুহাশ হুমায়ূন। 

শুক্রবার গুলতেকিন খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি নিজের সাংসারিক জীবনের একটি দুঃখজনক অভিজ্ঞতা তুলে ধরলে তার ওই পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। তার ভক্তদের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া । একপক্ষ তার পাশে থেকে সহমর্মিতা জানালে, অন্যপক্ষ প্রয়াত এই কথাসাহিত্যিকের স্মৃতি কলুষিত করার অভিযোগ করেন।

দুইপক্ষের এই তীব্র প্রতিক্রিয়ায় চুপ থাকতে পারেননি তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন। সামাজিক যোগাযগমাধ্যমের এই মিশ্র প্রতিক্রিয়া তাকে আহত করেছে। 

শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। একই সঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে।’

নুহাশ আরও লিখেছেন, ‘মানুষের জীবন জটিল এবং ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেল সে চুপ থাকবে। এমনকি এও হতে পারে না যে, যে মারা গেছে তাকে অসম্মান করা হবে।’ 

আরও পড়ুন : বিদেশে অবস্থিত সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনে লিগ্যাল নোটিশ  

নুহাশ তার বাবার মতোই চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে চলেছেন। সম্প্রতি হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়ে কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। তার ভৌতিক ঘরানার সিনেমা ‘২ষ’ উৎসবে দেখানো হয়েছে।