যে কারণে নামের পাশে ‘ডাক্তার’ লেখেন না তসলিমা নাসরিন
বিতর্কিত লেখিতা তসলিমা নাসরিন সব সময় থাকেন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট দিয়ে সব সময় থাকেন সরব। এবার নিজের নামের পাশে ডাক্তার শব্দ না ব্যবহারের কারণ জানিয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা।
বৃহস্পতিবার রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে নিজের নামের পাশে কোনো পদবী যুক্ত না করার কারণ জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার নামের আগে আমি ডাক্তার বা ডাঃ লিখিনা, যদিও এম বি বি এস পাস করেছি, কয়েক বছর ডাক্তারি করেছি। আমার নামের আগে আমি ডক্টর বা ডঃ লিখিনা, যদিও বিশ্বের চারটে নামী বিশ্ববিদ্যালয় থেকে আমি ডক্টরেট ডিগ্রি পেয়েছি।
আমি চার দশকের বেশি কবিতা লিখছি। দু’ডজনের বেশি কবিতার বই বেরিয়েছে। তবুও আমি নিজের নামের আগে কবি শব্দটি লিখিনা। লিখতে লজ্জা হয়।
আমি কেউ নই, কিছু নই, এটিই আমাকে স্বস্তি দেয়, চমৎকার নিরাপত্তা দেয়।’’
প্রসঙ্গত, তসলিমা নাসরিন তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন। তার এই লেখনির জন্য তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এই কারণে ১৯৯৪ সালে তিনি দেশ ত্যাগ করেন। কয়েক বছর তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এরপর ভারতে চলে যান। বর্তমানে ভারতের দিল্লিতে বসবাস করছেন।