ইউটিউব ট্রেন্ডিংয়ে সেরার তালিকায় ‘বাবু খাইছো’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত শব্দ ‘বাবু খাইছো’। এবার এই নামে অর্থাৎ ‘বাবু খাইছো’ শিরোনামে মুক্তি পেয়েছে একটি নাটক। এর আগে গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটির এরই মধ্যে ভিউ দাঁড়িয়েছে ৩৩ লাখের বেশি। যোগাযোগ মাধ্যম ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে সেরার জায়গা করে নিয়েছে।
এছাড়া এই নাটকে ব্যবহৃত হয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গানও। এটিও হয়েছে ব্যাপক আলোচিত। আর এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৩ লাখের বেশি। গান ও নাটক দু’টিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে নাটকটির শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দিয়েছে। গানটি গেয়েছেন মীর মারুফ। তিনি ডিজে মারুফ নামে অধিক পরিচিত। ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে গানটির অবস্থান এখন নবম।
প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। এই টিমের অন্যতম সদস্য আলম আশরাফ। তিনি বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর নাটকটি ট্রেডিংয়ের তালিকায় ১ নম্বর স্থানে উঠে আসে। ভাবতেই পারিনি, এত অল্প সময়ে কাজটি এত আলোচিত হবে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন ঈগল মিউজিকের কচি আহমেদ।
প্রসঙ্গত, মুক্তি পাওয়ার পর থেকে ‘বাবু খাইছো’ শিরোনামের নাটক ও গান দুটোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এ নিয়ে আলোচনার পাশাপাশি অনেক সমালোচনাও পড়তে হয়েছে।