২১ জুন ২০২০, ১১:০৪

ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় ছাড়লেন অ্যানি খান

  © সংগৃহীত

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী অ্যানি খান। শিশুশিল্পী হিসেবে কাজ শুরুর ২৩ বছর পর নিজেকে পুরোপুরি সরিয়ে নিচ্ছেন তিনি। ধর্মীয় জীবনযাপনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অ্যানি খান। জানা গেছে, এখন তার অন্তত পাঁচটি সিরিয়াল বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে।

অ্যানি খান ফেসবুক লাইভে এসে বলেন, করোনার মধ্যে আমি কাজ করতে চাই না। এমনিতেই সবকিছু থেকে গুটিয়ে আসতে একটু সময় লাগবে। তবে মন থেকে চাইছি আল্লাহ যেন আমাকে কাজে না ফেরান। ঘরে থাকবো, ইবাদত করবো। উনি চাইলে সব সম্ভব।

তিনি বলেন, ‘গতবছর থেকেই মনে হচ্ছিল দূরে সরে যাবো। মার্চের ১৯ তারিখ শেষ শুটিং করেছি। তারপর তো করোনায় সবকিছু বন্ধ। কারও দ্বারা প্রভাবিত হয়ে এ সিদ্ধান্ত নেইনি, আমার একান্তই ব্যক্তিগত। মৃত্যুর পর আমার হিসেব আমাকেই দিতে হবে। সেজন্য আত্মোপলব্ধি থেকেই মিডিয়া থেকে সরে যাচ্ছি।

অ্যানি বলেন, ২০১৫ সাল পর্যন্ত অভিনয়ে অনিয়মিত ছিলাম। তারপর থেকে টানা নাটকে কাজ করে মানুষের ভালোবাসা পেয়েছি। তবে এবার নিজেকে সরিয়ে নিচ্ছি, সার্বক্ষণিক নামাজ ইবাদতে মগ্ন আছি। তিনি বলেন, প্রতিনিয়ত মৃত্যুর খবরগুলো শুনছি। বাবাকে হারালাম, চোখের সামনে কাছের মানুষগুলো চলে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এ কারণে রিয়ালাইজেশন এসেছে। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতোই জানার চেষ্টা করছি ততজ্ঞান বাড়ছে। করোনাকালে দেখছি অনেকেই হতাশামূলক কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু আমি নিজে সময়ই পাচ্ছিনা। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, কোরআন হাদিস পড়ছি। এসব জানতে শিখতে কখন সময় চলে যাচ্ছে, বুঝতে পারছি না।’

বিয়ে প্রসঙ্গে অ্যানি বলেন, ঢাকায় নিজেদের থাকার একটা জায়গা আছে। বেঁচে থাকলে আগামী বছর বিয়ে করবো। একজন সাধারণ মেয়ে যেভাবে সংসার নিয়ে সার্ভাইভ করে আমিও করতে চাই।