ঐশ্বরিয়া রায়ের ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত (ভিডিও)
ছোট পর্দায় কাজ শুরুর আগে শমক ডাভর ডান্সট্রুপের সদস্য ছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই ডান্সট্রুপের হয়ে মেলবোর্নে গিয়েছিলেন। নেচেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। উপলক্ষ্য ছিল ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান।
আর যেহেতু ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। তাই ভারতের দূত হিসেবে অতিথি-অভ্যাগত আর ক্রীড়াবিদদের দিল্লি আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই মঞ্চে প্রাক্তন এই বিশ্বসুন্দরীর পিছনে নাচতে দেখা গিয়েছে সুশান্তকে। ইতিমধ্যে একটি পৃথক ইনস্টাগ্রাম পোস্টে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকবার্তা লেখেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত বলেছিলেন, ‘ধুম এগেইন’ গানেও ঐশ্বর্য রাই বচ্চনের ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত। তিনি বলেছিলেন, আমার কাছে নির্দেশ ছিল ঐশ্বর্যকে তুলতে হবে। যখনই সেই মুহূর্ত এল আমি ওকে তুলে ধরে রাখলাম। নামালাম না। প্রায় একমিনিট ওকে তুলে ধরেছিলাম। বেশ বিস্ময় প্রকাশ করেছিল ঐশ্বর্য। ঝলক দিখ লা জা ও যারা নাচকে দিখার মতো রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে সুশান্তকে।