১৯ জুন ২০২০, ১৭:৫৭

সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

  © ফাইল ফটো

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল বলিউডের শীর্ষ তারকাদের। বিশেষ করে সালমান খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। ভারতের পাটনায় সুশান্তের জন্মস্থানে সালমান খানের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৯ জুন) বিষয়টি আরও এগিয়েছে, রীতিমতো সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে স্লোগান উঠেছে, ‘সালমান মুর্দাবাদ’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও প্রকাশ হয়েছে।

এর আগে সুশান্তের শহর পাটনায় সালমান খানের বিইং হিউম্যান স্টোরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন একদল তরুণ। আজ সেই বিক্ষোভের আবেগ পৌঁছে গেল সালমান খানের বাড়ির সামনে। এ ঘটনার একটি ভিডিও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে, সালমানের বান্দ্রার বাড়ির সামনে তাঁর বিইং হিউম্যান স্টোর বন্ধ করে দেওয়ার দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন বহু মানুষ। সেখানে ‘সালমান খান মুর্দাবাদ’ স্লোগানও শোনা গেছে।

গত রবিবার বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন ৩৪ বছর বয়সী বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। প্রাণখোলা, হাসিখুশি এই নায়কের মৃত্যু ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সুশান্তের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের সন্তানকে। এসব সূত্রে এখন পর্যন্ত ছয়জনকে জেরা করা হয়েছে।

এদিকে, বুধবার বিহারের মুজফফরপুরের একটি আদালতে এ ঘটনায় মামলা করেছেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা। মামলায় আসামি করা হয়েছে সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানসালি, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুরসহ আটজনকে।

ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় করা মামলার অভিযোগপত্রে ওঝা বলেছেন, সুশান্ত সিং রাজপুতকে প্রায় সাতটি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর কিছু ছবির রিলিজও আটকে দেওয়া হয়েছিল। এতে অভিনেতার যেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, যার শিকার হয়ে তিনি এ মর্মান্তিক পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন।

কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমও আগে দাবি করেছিলেন, গত ছয় মাসে সুশান্তের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল সাতটি ছবির অফার। টুইটে তিনি লিখেছিলেন, ‘ছয় মাসে সাতটা ছবি হাতছাড়া হয়ে গেল! কিন্তু কেন? এই ফিল্ম ইন্ডাস্ট্রির নির্মমতার কোনো সীমা নেই। আর এই নির্মম আচরণই এক প্রতিভাবান অভিনেতার প্রাণ কেড়ে নিল।’ এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পেশাদারি শত্রুতার কোনো কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।