১৮ জুন ২০২০, ১৯:৫৩

সালমান খান নয়, থানায় সুশান্তের প্রেমিকা রিয়া!

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সাল্লু ভাই খ্যাত সালমান খান। তাকে বয়কট তো বটেই, দাবি উঠেছে জিজ্ঞাসাবাদ এমনকি গ্রেপ্তারেও। যদিও এর সঙ্গে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামও জড়িয়েছে বারবার। ইতোমধ্যেই আলামত হিসেবে পাওয়া গেছে সুশান্তের পাঁচটি ডায়েরি। আমলে আসছে অন্যান্য অভিনেতা ও পরিচালকদের অভিযোগ-ক্ষোভও।

তবে আত্মহত্যার এই ঘটনা যখন একের পর এক এদিক-সেদিক মোড় নিচ্ছে, ঠিক তখনই থানায় হাজির হলেন রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী। মুম্বাই পুলিশ তাকে বান্দ্রা থানায় ডেকে পাঠিয়েছে। পিটিআই বলছে, মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই তাকে ডাকা হয়েছে। তবে সালমান খানকে কেন ডাকা হয়নি কিংবা হবে কিনা- এ সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

রাজপুতের হতাশার জন্য সালমান ও করণ জোহরসহ বেশ কয়েকজনকে দায়ী করে এর আগে থানায় মামলা হয়। যদিও তা এখনও পর্যন্ত ভিন্ন দিকে মোড় নেয়নি।

এক পোস্টে সালমান খানকে দায়ী করে দাবাং পরিচালক অভিনব কাশ্যপ লিখেন, সুশান্তের আত্মহত্যার জন্য বলিউডের স্বজনপ্রীতি দায়ী। যেখানে বড় ভূমিকা রেখেছেন সালমান খান। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।

অভিনবের দাবি, সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কেন অভিনেতা আত্মহত্যা করলেন সেই ব্যাপারেও তিনি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক বলে সরকারের কাছে দাবি করেছেন। এমনকি বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনব কাশ্যপ। সলমন খান, সোহেল খান এবং আরবাজ খান তিনজনে মিলে তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বলেও দাবি করেছেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে দা পোশাক, অবিন্যস্ত চুল, মুখে মাস্ক পরেই রিয়া থানায় যান; সেখানেই গাড়িতে ক্যামেরাবন্দি হন তিনি। অন্যদিকে গতকালই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক মুকেশ ছাবড়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশকে মুকেশ জানান, প্রথম থেকেই সুশান্ত অন্তর্মুখী স্বভাবের ছিলেন। যদিও প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে তাঁর কোনও ঝামেলা চলছিল কিনা সে ব্যাপারে মুকেশকে সুশান্ত কিছু জানাননি বলেই দাবি করেছেন পরিচালক।