০৮ জুন ২০২০, ১৮:০১

‘ওরে বাটপার’ নাটকে চটেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ঈগল প্রিমিয়ার স্টেশন নামে একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে নাটক ‘ওরে বাটপার’। নাটকটি প্রকাশের মাত্র দুদিনেই ১৪ লাখেরও বেশি মানুষ দেখেছেন। একটি কলেজের মেস লাইফকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি নিয়ে সবাই তীর্যক মন্তব্য ছুড়ছেন ইউটিউবে। যাতে অনেক মন্তব্য এসেছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে।

জানা যায়, নাটকটির একটি অংশ এই কলেজে শুটিং করা হয়েছে। ছাত্র হিসেবে বোঝানো হয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের। নাটকে কলেজ পড়ুয়াদের নোংরা পলিটিক্স এবং সেই সাথে পরকীয়ার গল্প তুলে ধরায় অনেক শিক্ষার্থী এর কঠোর সমালোচনা করছেন।

একজন দর্শক মন্তব্য করেছেন, ঢাকা কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার ক্যাম্পাসের এই ধরনের ভুল ব্যাখ্যা করার শাস্তি চাই। আমি এটিও চাই, আমি চাওয়ার আগেই কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন।

তবে কোন কোন দর্শক আবার ইতিবাচক মন্তব্য করেছেন। একজনে লিখেছেন, ডিসিয়ানদের (ঢাকা কলেজ) মত, চেইন অব কমান্ড প্রোগ্রাম সম্মেলন। ক্যান্টিনে বাকি খাওয়া বড় ভাইয়ের দাপট শতভাগ মিল আছে। হলের বড় ভাইদের একান্ত ব্যক্তিগত কিছু ডায়ালগ এখানে ব্যবহার করা হয়েছে।

দর্শকদের বড় একটি অংশ ‘ওরে বাটপার’ নাটকটি নিয়ে সমালোচনা করেছেন কলেজ ক্যাম্পাস ও অশ্লীলতা ঘিরে। তারা বলছেন, কলেজের হলে থাকা দুই বন্ধুর সঙ্গে ক্যান্টিন মালিকের স্ত্রীর পরকীয়া এবং নানারকম অশ্লীল কথাবার্তা ও ইঙ্গিত দেখানো হয়েছে এখানে। এসব নাটক যুব সমাজকে ধ্বংস করছে।

বিষয়টি নিয়ে নাটকের পরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে। কিন্তু তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান। এতে অভিনয় করেছেন শামীম হাসনা সরকার, রিমি করিম, চাষী আলম, আনেয়ার প্রমুখ।