১৯ নভেম্বর ২০১৯, ১৭:২১

আবু রায়হানের কবিতা ‘বিষাদ’

বিষাদ

তুমি কি শুনেছো?
গহীন অরণ্যের আত্মচিৎকার
নিসঃঙ্গতার প্রলাপ,
ঘোর অন্ধকারে চাদরে মোড়া
নির্বাক বিলাপ।
তুমি কি দেখেছো?
প্রখর চৈত্রে কোমল মৃত্তিকার চিড়
তৃষ্ণায় হাহাকার,
ভরা যৌবনা নদীর ছুটে চলা
কচুরিপানার সাঁতার।
তুমি কি কান পেতে শুনেছো?
আহত সৈনিকের সদা আর্তনাদ
গগণ বিদারী আহাজারি,
প্রসূতি জননীর গঞ্জনা
কাতর কণ্ঠে রোনাজারি।
তুমি কি অনুভব করেছো?
ব্যথিত মনে কষ্টের আর্তি
আগ্নেয়গিরির লাভা,
বিচ্ছেদের করুণ বেদনায় দগ্ধ
দহনে প্রজ্জলিত আভা।