১৬ নভেম্বর ২০১৯, ১৬:৪৭

মো. আবু রায়হানের কবিতা

  © সংগৃহীত

ভুল

তুমি ভুল করবে-
         যদি ভাব অনাদি অন্ততকাল,
         নিবিষ্ট চিত্তে তোমাকেই ভাববো।
         তমসার ঘোর অন্ধকার ঘুচাতে,
         প্রতীক্ষায় আশার প্রদীপ জ্বালাবো।

তুমি ভুল করবে-
        যদি ভালোবাসা ঠুনকো ভেবে,
        রাজ প্রাসাদে বাঁধ নিয়তির ঘর।
        বিত্ত-বৈভবে ভরা চার দেয়ালে,
        থাকতে চাও জীবন ভর।

মনে রেখ তুমি -
       এ হবে তোমার নির্মম নির্জন বাস,
       স্বর্গীয় সুখের বিনিময়ে নির্বাসন।
      ছলনার ভালোবাসার মায়াবী কুহকে,
      এতো ক্ষণিকের আলিঙ্গন।

  নিজের দেহ মনের বিরুদ্ধে,
       গুরুতর অসদাচারণ।
       অসত্য প্রণয়ের সুখানুভূতির,
       নির্জলা মিথ্যে আয়োজন।