২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭
মিরপুরে অমৃতবর্ষিণীর বসন্ত উৎসব ২৩ ফেব্রুয়ারি
‘সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গুণে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার।’ বাঙালি সংস্কৃতিতে বসন্তের শাশ্বত রূপ চিরকালীন। সেই চিরকালীন উৎসব উদযাপন করার উদ্যোগ নিয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান 'অমৃতবর্ষিণী'।
অমৃতবর্ষিণীর সংগীত বিদ্যায়তনের উদ্যোগে আগামী ১১ ফাল্গুন বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৭ টায় মিরপুর-১১, ব্লক-এ, রোড-৬, প্লট-৫ এ উৎসব শুরু হবে।
দেশের প্রথিতযশা দুই গুণী সঙ্গীতজ্ঞ আজাদ রহমান এবং বিশিষ্ট চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক মতলুব আলী অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।