জাতীয় কবিতা উৎসব শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে শুরু হয়েছে দু’দিনব্যাপী ৩৩তম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। উৎসবের এবারের স্লোগান ‘বাঙালির জয়, বাঙালির কবিতা’।
আয়োজকরা জানান, উৎসব প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। কবিতাপাঠ পর্ব, ছড়াপাঠ, আবৃত্তিপর্ব, পুরস্কার প্রদান পর্ব ও বিদেশি ভাষার কবিতার আসর দিয়ে এবারের কবিতা উৎসব সাজানো হয়েছে।
উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত রয়েছেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আহ্বায়ক রবিউল হুসাইন, উপদেষ্টা নূর আলম নূরু এবং কাজী রোজীসহ দেশি-বিদেশি কবিরা।
উল্লেখ্য, এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, তুরস্ক, ইয়েমেন, চীন, ভিয়েতনাম, উরুগুয়েসহ ১২টি দেশের চার শতাধিক কবি, লেখক, গবেষক অংশ নিচ্ছেন।