০৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

নাটক জীবন ও সমাজের আয়না: চবি উপাচার্য

নাটক প্রদর্শনী উৎসবের উদ্বোধন পর্বের একটি ক্ষণ  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্মুক্ত মঞ্চে নাট্যকলা বিভাগের উদ্যোগে তিনদিন ব্যাপী ‘ক্যাপ্টেন র্হুরা’ নাটক প্রদর্শনী উৎসব শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, নাটক জীবন ও সমাজের আয়না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ নাটক রচনা, প্রযোজনা ও প্রদর্শনীর মাধ্যমে ইতোমধ্যে চট্টগ্রামসহ সারাদেশে সংস্কৃতি অঙ্গণে একটি বিশেষ মর্যাদার আসন পেয়েছে। এ সুনাম-অর্জন অক্ষুন্ন রাখতে হবে। ক্যাম্পাসে দীর্ঘসময় অবহেলিত অবস্থায় পড়ে থাকা উন্মুক্ত মঞ্চকে নতুন আঙ্গিকে নাটক মঞ্চায়নের উপযুক্ত ও মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এর ফলে নাট্য শিল্পী ও কলা-কুশলীবৃন্দ এ মঞ্চে নিয়মিত নাটক প্রদর্শনীসহ সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছে। একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃজনশীল কর্মকান্ড পরিচালনার কোন পরিবেশ ছিল না। এখন সার্বিক অর্থে ক্যাম্পাস উম্মুক্ত ও অবারিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী। ‘ক্যাপ্টেন র্হুরা’ নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় এবং প্রযোজনা ও নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি শামীম হাসান।