১৫ নভেম্বর ২০১৮, ২১:৩৬

শিলিগুড়ি উৎসবে ঢাবি শিক্ষার্থী ও অধ্যাপকের ২টি শর্টফিল্ম

বাঁ থেকে শারীফ অনির্বাণ ও অধ্যাপক ড. আবদুস সালাম  © টিডিসি ফটো

ভারতের শিলিগুড়িতে চলছে ৬ষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রতিযোগিতা ‘শিলিগুড়ি শর্টস- ২০১৮’। প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারীফ অনির্বাণের ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’ ও ‘সোনার বাংলা’। ‘সোনার বাংলা’ চলচ্চিত্রে অভিনয় ও নির্দেশনায় প্রথমবারের মত কাজ করেছেন ঢাবি অধ্যাপক ড. মো. আবদুস সালাম।

গত মঙ্গলবার শিলিগুড়ি সিনে সোসাইটির আয়োজনে ৪ দিনব্যাপী এ উৎসবের শুভ উদ্বোধন করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, এবারের উৎসবে ভারত সহ সারা বিশ্ব থেকে ২০৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র থেকে প্রদর্শনীর জন্য ৬৬টি ছবি নির্বাচন করা হয়েছে। ৬৬টি ছবির মধ্যে সেরা ২৬টি বিদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্বীনবন্ধু মঞ্চে প্রদর্শিত হচ্ছে।

ছবি প্রসঙ্গে ঢাবি’র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও নির্মাতা শারীফ অনির্বাণ জানান, ইনভেস্টমেন্ট চলচ্চিত্রটি নির্মিত হয়েছে একজন রিক্সাচালক বাবার গল্প নিয়ে। যিনি সারাদিনের উপার্জন তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলের হাতে তুলে দিয়ে যান এই ভেবে যে, একদিন ছেলে প্রতিষ্ঠত হয়ে তার স্বপ্ন পূরণ হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমআইএসটি ফিল্ম সোসাইটিতে প্রদর্শনীসহ দেশের গণ্ডি পেরিয়ে মিশরের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় ইনভেস্টমেন্ট।

শারীফ অনির্বাণ পরিচালিত ইনভেস্টমেন্ট চলচ্চিত্রের পোস্টার

 

অপরদিকে বার্ড ল্যাবের প্রযোজনায় নির্মিত ‘সোনার বাংলা’ ছবিটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য গণতন্ত্রের সঠিক চর্চা ও জনপ্রতিনিধিদের কাছে জনগণের প্রত্যাশার গল্প নিয়ে নির্মিত হয়েছে। ১ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে প্রথম বারের মত অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. আবদুস সালাম, শিক্ষার্থী মতিউর রহমান, জিহাদুল ইসলাম।

শিলিগুড়ির ফেস্টিভাল সম্পর্কে নির্মাতা শারীফ অনির্বাণ জানান, ‘সিনেমা হলো এমন এক সৃজন যা বর্ডারের কাটাতারে সীমাবদ্ধ থাকে না। সিনেমার বিশ্ব ভ্রমণে না লাগে ভিসা না লাগে পাসপোর্ট। যে কোন ফেস্টিভালে নিজেদের ছবি প্রদর্শিত হওয়া নবীন নির্মাতাদের জন্য ভীষণ অনুপ্রেরণার।‘ সিনেমার মাধ্যমে একটি মননশীল, সৃজনশীল ও স্বপ্নের পৃথিবী গড়ার স্বপ্ন দেখেন এই নির্মাতা। 

চলচ্চিত্র জগতের ইতিবাচক ধারা তৈরির লক্ষ্যে অধ্যাপক ড. আবদুস সালাম ভবিষ্যতে আরও কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।  

উল্লেখ্য, উৎসবের ২য় দিনে (বুধবার) দীনবন্ধু মঞ্চে প্রদর্শিত হয় ইনভেস্টমেন্ট এবং শেষ দিনে (শুক্রবার) একই মঞ্চে দেখানো হবে ‘সোনার বাংলা’।