২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৫

ঢাবিতে রবীন্দ্র-নজরুল উৎসবের উদ্বোধন বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে রবীন্দ্র-নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম যথাক্রমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিবিষয়ক জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন।

এছাড়া, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, কলা অনুষদ সাংস্কৃতিক দল এবং “কলকাতার রবীনন্দন” নামক রবীন্দ্র সংগীত চর্চার সংগঠনের যৌথ উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।