২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৩
বাংলা একাডেমিতে চার দিনব্যাপী স্মারকবক্তৃতা শুরু কাল
বাংলা সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি জগতের চারজন গুণী ব্যক্তি- ভাষাসংগ্রামী শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষাসংগ্রামী অজিতকুমার গুহ, শিক্ষাবিদ-গবেষক ড. মুহম্মদ এনামুল হক ও ভাষাসংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরী স্মরণে বাংলা একাডেমি আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী স্মারক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে।
সোমবার বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ভাষাসংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরী স্মারক বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক শিরীণ আখতার। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।