২৬ আগস্ট ২০১৮, ১৭:৩৬
নজরুলের মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমি দু’দিনব্যাপী কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানের প্রথম দিন সোমবার সকাল ৭টায় বাংলা একাডেমির পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন ‘নজরুলকাব্যে মিথিক-ঐতিহ্যিক প্রতিমা : ফিরে দেখা’ শীর্ষক একক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।