২৮ জুন ২০১৮, ১৬:৩৮

বাংলা একাডেমি ও নেপাল একাডেমি প্রতিনিধিদলের মতবিনিময়

বাংলা একাডেমি এবং নেপাল একাডেমির মধ্যে দুই দেশের সাহিত্য এবং সংস্কৃতিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কবি রুবী রহমান, অধ্যাপক ফকরুল আলম, কবি হাবীবুল্লাহ সিরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, কবি আসলাম সানী এবং বাংলা একাডেমির পরিচালকবৃন্দ।

নেপাল একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করেন অধ্যাপক দীনেশ রাজ পান্ট, অধ্যাপক জীবেন্দ্র দেও গিরি, ধ্রুব গোপাল মাধিকারমী, হরিপ্রসাদ তিমিলসিনা, কবি সুরেন্দ্র কাজী সিন্দুরাকার, লেখক শশী লুমুমৌ এবং কবি নর্মদেশ্বরী সাত্যাল।

সভায় স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির সচিব এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। দুই দেশের সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কথা বলেন আলোচকবৃন্দ। নেপালী ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন হরিপ্রসাদ তিমিলসিনা, কবি সুরেন্দ্র কাজী সিন্দুরাকার, লেখক শশী লুমুমৌ এবং কবি নর্মদেশ্বরী সাত্যাল। বাংলা ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন রুবী রহমান ও আসলাম সানী।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯শে জুন বাংলা একাডেমি, ঢাকায় বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে দুই দেশের ভাষা-সাহিত্য-সংস্কৃতি-দর্শন ও সামাজিক বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে নানামাত্রিক গবেষণা, শিক্ষা ও উন্নয়ন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।